সর্বশেষ খবর

রাজশাহীর বাগমারায় আগুনে দুই কৃষকের পানবরজ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ




রাজশাহীর বাগমারায় আগুনে দুই কৃষকের পানবরজ পুড়ে গেছে।এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি



হয়েছে। পূর্ব শক্র জের ধরে প্রতিপক্ষরা পানবরজে আগুন দিয়েছে বলে অভিযোগ করা হয়। জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। 


স্থানীয় লোকেরা জানান, গতকাল বুধবার রাতে উপজেলার গণিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের কৃষক আয়েন উদ্দিন ও আবু সাঈদের পানবরজে আগুন দেখতে পান। আগুন দেখতে ¯’ানীয় লোকজন ঘটনা¯’লে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কৃষক পরিবারের সদস্যরাও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং এসময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ রাতেই ঘটনা¯’লে পৌঁছে। একই সময়ে  স্থায়ীয় ফায়ারস্টেশনের কর্মীরাও পৌঁছেন। ততক্ষণে দুই কৃষকের গোটা পানবরজ পুড়ে যায়। 


কৃষক আয়েন উদ্দিন অভিযোগ করেন, পারিবারিক বিষয় নিয়ে  স্থায়ী  পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষরা পানবরজে আগুন ধরিয়ে দিতে পারে বলে সন্দেহ করছেন।  তিনি জানান, পানবরজটি ছিল জীবিকা নির্বাহের অবলম্বন। আগুনে গোটা পানবরজ ভস্মিভূত হওয়াতে নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তাঁদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষকেরা দাবি করেন। 


বাগমারা ফায়ার স্টেশনের লিডার ইব্রাহিম হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের একটি দল ঘটনা¯’লে পৌঁছে। তবে পানবরজে পৌঁঁছার রাস্তা না থাকায় আগুন নেভানো যায়নি। তবে স্থায়ীয় লোকজন চেষ্টা করেছেন।


বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন ও আগুন নেভানোর চেষ্টা করেছে।