পারিবারিক কলহে আহত ভবানীগঞ্জ পৌর মেয়র | বাগমারা-টাইমস!
নিজস্ব প্রতিবেদকঃ
পারিবারিক কলহের জের ধরে মারধরের শিকার হয়েছেন রাজশাহীর বাগামারার ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল। এসময় তিনি পুরুষাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়িতে মেয়রের প্রথম পক্ষের স্ত্রী-সন্তানরা এই কাণ্ড ঘটিয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে।
তবে বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসতাক আহমেদ বলেন । বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হয়েছে বলে জানান তিনি।
সূত্র জানায়, গত বছরের ১৫ মে শারমীন নামে দূর সম্পর্কের এক নাতনিকে তৃতীয় বিয়ে করে ব্যাপক ভাইরাল হয়েছিলেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক। সেই ঘটনায় পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী ও তার সন্তানরা তাকে মারধর করেছে বলে জানা গেছে। এসময় তার পুরুষাঙ্গেও আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।