সর্বশেষ খবর

বড় বিহানালীর গরিব মানুষের মাঝে জি আর নগদ অর্থ বিতারণ




মোঃ মিজানুর রহমান (স্টাফ রিপোর্টার)



রাজশাহী বাগমারা ৪ নং বড় বিহানালী ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুর রহমান মিলন  তার নেতৃত্বে জি আর নগদ অর্থ বিতারণ করেন। 

আজ বেলা ১০ ঘটিয়া ইউনিয়ন পরিষদ চত্বতে তিনি, গরিব, অসহায় মানুষের মাঝে সুষ্ঠু ভাবে বন্টন ইতিপূর্বে সরকারে দেওয়ার অনুদান করোনা পরিস্থিতিতে মানুষের মাঝে বিতারণ করেছিলেন। অসহায় গরিব ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ৫০০ টাকা করে বিতরন করেন। 



এই সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন  ইউপি সদস্য,গ্রাম পুলিশ, সদস্যবৃন্দ।