সর্বশেষ খবর

মাঠে নেমেছে বাগমারা তাহেরপুর ফাঁড়ির পুলিশ

 লকডাউনের প্রথম দিনে মাঠে নেমেছে  তাহেরপুর ফাঁড়ির পুলিশ  





মোঃ মিজানুর রহমান 

(তাহেরপুর প্রতিনিধি)



দ্বিতীয়  দফা দে‌শে আবারও করোনাভাইরাস সংক্রমণ ব‌্যাপক হা‌রে বে‌ড়ে‌ছে। তাই এ অবস্থায় মাস্ক পরাসহ করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধ করতে দ্বিতীয় দফা মাঠে নেমেছে পুলিশ।



মাস্ক পরার অভ্যাস, ক‌োভিডমুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ই এপ্রিল রোজ সোমবার দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আপাতত বাধ্য করা নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণাা ও উদ্বুদ্ধ করতে মাঠে  পুলিশ। দরিদ্র ও হাটবাজারে মাস্কবিহীনদের মাস্ক বিতরণ করেন। 




তাহেরপুর পুলিশ ফাড়ির আইসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে  এসআই জলিল, মাসুদ পুলিশের একটি দল তাহেরপুর হরিতলা বাসট্যান্ড সহ ,  বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে সরকারের স্বাস্থ্যবিধি মানতে সকলকে অনুরোধ করেন  মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সরকারের দেয়া স্বাস্থ্যবিধির নির্দেশনা বিভিন্ন ভাবে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।