লকডাউন সময়ে "বাগমারা টাইমস" বার্তা!
বাগমারা টাইমস ডেক্সঃ
সম্মানিত বাগমারা উপজেলা বাসি আসসালামু আলাইকুম
বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ ৫ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। অযথা বাহিরে ঘুরাঘুরি না করি । বাহির থেকে বাসায় ফিরে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে মুখ নাক স্পর্শ করি। মাক্স ছাড়া বাহিরে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সরকারে বেঁধে দেওয়া 18 দফা মেনে চলবেন। আপনি নিরাপদ থাকুন অপরকে নিরাপদে রাখুন। আপনি সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন ধন্যবাদ।
ধন্যবাদান্তে:
এইচ এম শাহাদত হোসেন।
সহ-সম্পাদক
"বাগমারা-টাইমস"