প্রায় ৮৫ বছরের এক বৃদ্ধ বুড়িমা’র পাশে দাঁড়ালেন তরুণ রাজনীতিবিদ ও উদ্যোক্তা এস এম আরিফ|বাগমারা-টাইমস!
নিজস্ব প্রতিবেদকঃ (বাগমারা-টাইমস)
আজ (রবিবার, ১১ এপ্রিল) দুপুর বারোটা মনে প্রচন্ড অশান্তি নিয়ে ভবানীগঞ্জ বাজার চৌরাস্তায় দাঁড়িয়ে ছিলেন এস এম আরিফুল ইসলাম (আরিফ)
হঠাৎ পেছন থেকে কেউ একজন ধাক্কা খায়, পেছন ফিরতেই দেখেন রুপকথার সেই কুঁজোবুড়ি বয়স প্রায় ৮৫ বছর মেরুদণ্ড হালিয়ে কিছু বলতে চাইছে।
মাথাটা নিচু করে তার মুখের কাছে আমার কানটি এগিয়ে দেই, সে আমায় জিজ্ঞেস করে অস্পষ্টতা নিয়ে ‘বাওয়া আইলদ্দির মুড় কুটে’ আমাক কেউ গাড়িত লিবের চাত্তে না বাওয়া! এনা আস্তাডা দেকায়া দেন বাওয়া।
এমন মূহুর্তে আরিফুল ইসলাম বৃদ্ধ মহিলাকে বললেন ওই রাস্তা দিয়ে যাও, বুড়িটি বললেন বাওয়া আমি চোখে দেকপের পাইনে ধনরে এনা পার করে দেন বাওয়া।
এতক্ষণে আরিফুল ইসলাম বুঝে উঠতে পারিননি সে অন্ধ, এবার তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কই যাবে বুড়িমা। বুড়িটি হাউমাউ করে কেঁদে দেয়, বাওয়ারে দুডে মাস হত্তে আমার কলজেডাক দেকপের পাইনি। কুনো কতা বুলবের পারিনি, এনা খুজ লিবেরও পারিনি, খালি দেকপের মুন চাত্তে, বিটিডাক বিয়ে দিয়ে হিনি পরায় পরায় খুজ লিবের মুন চায় বাওয়ারো।
কয়ডা টেকা মানষেক থাকে চায়ে লিচি, ব্যাত থেকে সকালে হাটে বার হচি, এনা গাড়িত তুলে দেন বাওয়া।তার বাড়ি গাঙ্গোপাড়া, সে প্রায় ৫ কিলো হেটে এসেছে। আরিফুল ইসলাম কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলেন, এক পর্যায়ে দেখা যায় আরিফ এর চোখে থেকে জল গড়িয়ে পড়ছে।
তিনি (আরিফুল ইসলাম) বলেন চিৎকার করে বলতে ইচ্ছে করছে তোমরা মায়ের জাতি এত পাগল কেন আমাদের জন্য, আমরা এত কষ্ট দেই তার পরও কেন এত দয়ামায়া করো আমাদের। কই তোমরা বৃদ্ধ হলেও তো তোমাদের দেখার জন্য আমরা এত ছটফট করিনা।
বৃদ্ধাটি তার হাত ধরে আছে। বৃদ্ধা’র চোখের পানি আরিফ এর হাতে পড়ছে, আমি (আরিফ) এক হাতে আমার চোখের পানি মুছে ফেলে বৃদ্ধাকে তিনি দুহাতে জড়িয়ে ধরেন।
এমতাবস্থায় শত অশ্রুসিক্ত নয়নে রাস্তার ওপাশে নিয়ে গিয়ে একটা ভ্যানে গাড়িতে উঠিয়ে দেন, আরিফুল ইসলাম, জানা যায় বৃদ্ধার হাতে ছিল মাত্র সতেরো টাকা, সে যাবে তার আদরের ধন মেয়ের বাড়ি ঝিকরা ইউনিয়ন ছেড়ে বড়ইকুঠি গ্রামে, তার বাড়ি থেকে প্রায় ২৫ কিলো দূরে।
এবার সব কিছু জেনে এবং শুনে তিনি তার পকেট থেকে সাধ্যমত কিছু টাকা পয়সা বের করে তার আঁচলে বেধে দেন। ভ্যান চালককে ভাড়া দিয়ে তাকে বিদায় দেন তিনি। যাবার সময় বৃদ্ধাটি আরিফুল ইসলাম এর মাথায় হাত দিয়ে বলেন আল্লাহ তুমাক দেকে আকুক, আর এভাবেই ছড়িয়ে পড়ুক শত শত আরিফ এর গল্প।