সর্বশেষ খবর

হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্রী বিক্রম কুমার | বাগমারা-টাইমস!



মোঃ মিজানুর রহমান (বাগমারা, প্রতিনিধি)


মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্রী বিক্রম কুমার সরকার (১৯) নামের এক ব্যক্তি।


শুক্রবার জুমার নামাজের পূর্বে জামলইয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তফা (মোস্তা) মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। জুমার নামাজ শেষে ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের উদ্দেশ্যে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া মো.আব্দুর রহমান (শুভ)।




এ সময়  উপস্থিত ছিলেন মেসার্স দাদু কর্পোরেশন এর প্রোপ্রাইটর মোঃ শরিফুল ইসলাম (শরিফ) ও জামলইয় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মসজিদ কমিটির অন্য সদস্যরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সদ্য মুসলিম হওয়া নবমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মসজিদ কমিটি।


বর্তমানে তার নাম মো. আব্দুর রহমান (শুভ) । তিনি রাজশাহী  জেলার দুর্গাপুর উপজেলার  কিসমতগনকৈড় ইউপির লক্ষিপুর গ্রামের   সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার পিতার নাম শ্রী বিমল সরকার, মাতার নাম শ্রীমতি শিল্পি রানী।


বাগমারার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।  

আমাদের ফেসবুক পেইজ👉https://www.facebook.com/BagmaraTimes.bd/