সর্বশেষ খবর

লকডাউনে তাহেরপুরে কঠোর অবস্থানে পুলিশ- বাগমারা টাইমস



আঃ আলিম সরদার, স্টাফ রিপোর্টারঃ দেশে সপ্তাহব্যাপী লকডাউনের ৮তম দিনে আরও কঠোর অবস্থানে বাগমারা  থানার তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।


আবারও এক সপ্তাহের জন্য লকডাউন বৃদ্ধি করার ঘোষনায় সর্বাত্মক তা কার্যকর করতে আজ বুধবার সকাল থেকেই  সকল রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।


প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে তল্লাশি চৌকি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে যাত্রীকে লকডাউনে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে  গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। বিভিন্ন ব্যক্তি এবং গাড়ি তল্লাশি করে জরুরি সেবার সঙ্গে সম্পৃক্তদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া সচেতনার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চালানো হচ্ছে বলে জানান তারা।



 

তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আব্দুর রাজ্জাক আজ দিনভর মাঠে অবস্থান করে লক ডাউন নিশ্চিতে পুলিশি তৎপরতা তদারকি করেন। এ সময় তিনি বলেন, ‘দেশকে করোনামুক্ত করতে লকডাউন মেনে চলার কোন বিকল্প নেই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’


তাহেরপুর তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুল জলিল বলেন, ১৪ই এপ্রিল থেকে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিদিনই ৯ টি ওয়ার্ডে এলাকায় চলছে বিশেষ টহল। কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে ঘোষিত লকডাউন। যানবাহনসহ জনসাধারণের অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে রয়েছে কয়েক স্থানে পুলিশের চেকপোস্ট।