বাগমারা হেল্পলাইন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ-বাগমারা টাইমস
আশিক ইসলাম
(স্টাফ রিপোর্টার) বাগমারা টাইমস:
বুধবার (১৪ এপ্রিল) বাগমারা হেল্পলাইন এর উদ্যোগে উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়ন এর বেলঘরিয়া, কুষলপুর, মঙ্গলপুর ও হাট খুজিপুরে অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাগমারা হেল্পলাইন ফেসবুক গ্রুপের আ্যডমিন আব্দুল্লাহ আল মামুন ও মোয়াজ্জেম হোসেন।
এ সময় বাগমারা হেল্পলাইন এর আ্যডমিন মোয়াজ্জেম বলেন এই কার্যক্রম পর্যায়ক্রমে বাগমারার সকল ইউপিতে পরিচালনা করা হবে।
এছাড়াও ০১ নং গোবিন্দপাড়া ইউপির শান্তিপাড়া, হাকরুম,ও দামনাস গ্রামে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য খাইরুজ্জামান, মহসিন, নাইমুর ও মহসিন রেজাসহ প্রমুখ।