সর্বশেষ খবর

গোয়ালকান্দি ইউপিতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জি আর নগদ অর্থ বিতরণ




মোঃ মিজানুর রহমান 

(স্টাফ রিপোর্টার)


রাজশাহী বাগমারা ১৩ নং গোয়ালকান্দি ইউপির  দরিদ্র অসহায় ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে জি আর এর নগদ অর্থ  ৫০০টাকা করে বিতরণ করেন  ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার 


এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার মুনজুরুল ইসলাম। ইউপি মেম্বার  সচিব সহকারী গ্ৰাম পুলিশ সদস্যবৃন্দ।