সারা দেশ ন্যায় তাহেরপুরে চলছে কঠোর লকডাউন- বাগমারা টাইমস
স্টাফ রিপোর্টার:
আজ ১৪ এপ্রিল মাহে রমজান পহেলা বৈশাখ এবং করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাওয়ার জনমানব কথার চিন্তা করে সরকার লকডাউন ঘোষণা করেন ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য পরিস্থিতি ভালো হলে না হলে সিদ্ধান্ত নেওয়া হবে আবারও লকডাউন বিষয়ে।
এ সূত্রে সরকারের দেওয়া সকল নির্দেশ পালন করছেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন জরুরি সেবা ছাড়া সব দোকান বন্ধ রয়েছে লোকজন চলাচল নেই বলে চলে।