সর্বশেষ খবর

সারা দেশ ন্যায় তাহেরপুরে চলছে কঠোর লকডাউন- বাগমারা টাইমস


মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার:

আজ ১৪ এপ্রিল মাহে রমজান পহেলা বৈশাখ এবং করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাওয়ার জনমানব কথার চিন্তা করে সরকার লকডাউন ঘোষণা করেন ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য  পরিস্থিতি ভালো হলে না হলে সিদ্ধান্ত নেওয়া হবে আবারও লকডাউন বিষয়ে। 

এ সূত্রে সরকারের দেওয়া সকল নির্দেশ পালন করছেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন জরুরি সেবা ছাড়া সব দোকান বন্ধ রয়েছে লোকজন চলাচল নেই বলে চলে।




তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলি। করোনা ভাইরাস হতে নিজেকে এবং পরিবার কে রক্ষা করতে সামাজিক দুরন্ত বজায় রেখে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য নিষেধ প্রদান করছেন তাহেরপুর পৌরসভা তাহেরপুর পুলিশ ফাঁড়ির আইসি আব্দুর রাজ্জাক ও দায়িত্বরত পুলিশ সদস্যবৃন্দ।