লকডাউনে কেমন আছে গ্রামের সাধারণ মানুষ- মোহাম্মাদ আলী | বাগমারা টাইমস
স্টাফ রিপোর্টার, বাগমারা টাইমস:
করোনাকালীন সংকটে সারাবিশ্ব থমকে রয়েছে, বিশ্ব অর্থনীতি এবং জনজীবনে পরেছে ব্যাপক বিরূপ প্রভাব।করোনা মহামারী বিস্তারের তৃতীয় ধাপে এসে বর্তমানে বাংলাদেশে চলছে কঠোর লকডাউন, যা গ্রামীণ জনজীবনে বিরূপ প্রভাব ফেলেছে।
লকডাউনে বাজার-ঘাট সব বন্ধ, ঔষধের দোকান খোলা থাকলে, কাঁচাবাজার শুধুমাত্র নিদিষ্ট সময়ের সময়ের জন্য খোলা থাকছে। এতেই সবচেয়ে বেশি বিপদে পড়েছে কোন গোষ্ঠী, কারণ গ্রামে দিন এনে দিন খায় এমন লোকের সংখ্যা অনেক, তারা দৈনন্দিন কাজ করে অর্থ উপার্জন করেন এবং সেই অর্থ দিয়ে পরিবারের জন্য ব্যয় ভার বহন করেন। তারা সীমিত পরিসরে আয় করলেউ সময় মতো পরিবারের জন্য ব্যয় করতে পারছেন না। গ্রামের বেশিরভাগই কৃষক পরিবার তারা পণ্য উৎপন্ন করলেও বাজারে গিয়ে বিক্রি করতে পারছে না ফলে তাদের পরিবারে নাজেহাল অবস্থা।
লকডাউনে ব্যাংকিং কার্যক্রম সীমিত করা হয়েছে ফলে যেসব জনগণ নিয়মিত ব্যাংকিং লেনদেনের সাথে সংশ্লিষ্ট তাদের নিয়মিত জীবন-জাপনেও বাধা পরেছে। সর্বোপরি গ্রামের জনগণ একদিকে করোনা মহামারীর ভয়ে রয়েছে অন্যদিকে আর্থিক সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।তবুও সবাই করোনাকালীন সচেতনতা সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করছে।
কিছু গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কথা বলে জানতে পেরেছি তারা করোনা মহামারীর জন্য বাহিরে যেতে পারছেন না ফলে উপার্জন বন্ধ কিন্তু তাদের পরিবারের দৈনন্দিন ব্যয় ঠিকই বহন করতে হলে, ফলে তারা বিভিন্ন ভাবে ঋণগ্রস্তদের শিকার হচ্ছেন। তারা সরকারের কাছে আর্থিক সহায়তা দাবি করেছেন।
লিখেছেন-
মোহাম্মাদ আলী তোহা
বাগমারা, রাজশাহী।