সর্বশেষ খবর

সাবেক উপজেলা চেয়ারম্যানের ইফতার বিতারণ




স্টাফ রিপোর্টারঃ


করোনা পরিস্থিতি ও মাহে রমজানের  রহমত পেরিয়ে মাগফিরাত আজ ১৪ রমজান । 


পবিএ মাহে রমজান উপলক্ষে রাজশাহী বাগমারা  সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু নিজ  তহবিল হতে ভবানীগন্জ জিরো পয়েন্ট,কলেজ মোড়,গোডাউন মোড়ে ৩০০ রোজাদার ভ্যান অটোগাড়ী চালক কর্মহীন বেকার মানুষদের মাঝে ইফতার  বিতারণ করেন ।  করোনা পরিস্থিতি সামাজিক দুরন্ত বজায় রেখে ও সরকারে বিধিনিষেধ মেনে তিনি ইফতার বিতারণ করেন।