সর্বশেষ খবর

১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে কবিতা


কবিতাঃআলমগীর সরকার।

লেখকঃ ইব্রাহিম হোসেন।


আমার নেতা, শ্রেষ্ঠ নেতা আলমগীর সরকার,

অভিভাবক তিনি গোয়ালকান্দি ইউপির।

সমাজসেবক, জনদরদি, বাড়ি রামরামা, 

তার জেলাটা রাজশাহী, থানা বাগমারা।

জ্ঞানে,গুণে শ্রেষ্ঠ তিনি, তিনি মহান নেতা ,

তিনিই গোয়ালকান্দি ইউনিয়নের  শ্রেষ্ঠ জনক পিতা।

মানব দুখে অশ্রু ঝরে, ঝরে চোখের পানি ,

এমন নেতা কোথাও খুঁজে পাবো নাকো জানি।

শ্রেষ্ঠ নেতার অবদানের নেই যে তুলনা,

দেখলে তারে মনের মাঝে জাগে অনুপ্রেরণা।

ধন্য  গোয়ালকান্দি এলাকাবাসী,

শ্রেষ্ঠ নেতা পেয়ে চোখে স্বপ্ন রাশি রাশি। 

মনের সুখে নাও ভাসিয়ে গায় মাঝিরা গান,

জয় বাংলা শ্লোগানে সবার মুখরিত প্রাণ ।

আমার নেতার,তোমার নেতার, শ্রেষ্ঠ অবদান,

 গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের মান। 

ধনী, গরিব,হিন্দু,মুসলিম আমরা সবাই খুশি,

সারাজীবন বাজুক মনে এমন সুখের বাঁশি।

এমন নেতার তরে মোরা তুলি দুটি হাত,

শুভ যাত্রা পথে শত্রু  যেন হয় কুপোকাত ।