সর্বশেষ খবর

বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনায় বাগমারায় দোয়া মাহফিল



স্টাফ রিপোর্টার, বাগমারা টাইমস: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনায় বাগমারা উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষক দল, ভবানীগঞ্জ পৌর বিএনপি ও ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ এপ্রিল) পৌরসভার চানপাড়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি'র সাবেক সভাপতি আঃ রাজ্জাক, ভবানীগঞ্জ পৌর বিএনপি'র আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টু, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক ড্রাগন, বাগমারা উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুব ও ছাত্রনেতা মোঃ শাহিন রেজা শাহীন, পৌর বিএনপির সদস্য মোঃ জয়নাল আবেদীন, মোঃ আহসান হাবিব, বাবু, মুন্টু, হাফিজুর রহমান হাফিজ।



এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুজুর আলী, দ্বীপপুর ইউ পি বিএনপির মোঃ সুজা, হবিবর, বাগমারা উপজেলা কৃষকদল এর সদস্য সচিব আব্দুল মালেক, বাগমারা উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মহব্বত হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদল সদস্য সচিব, মোঃ উজ্জ্বল রহমান,  সচিব, মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব ভবানীগঞ্জ পৌর ছাত্রদল, মোঃ নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক বাগমারা উপজেলা ছাত্রদল, মোঃ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ভবানীগন্জ পৌর ছাত্রদল, মোঃ ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম শাহিন রেজা, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল, বাগমারা উপজেলা ছাত্রদল নেতা আশিকুর,রাকিব, জুয়েল, আতিক জুয়েল, রাশেদ, শামিম, সুমন সহ আরো অনেক নেতৃবৃন্দ। 


এছাড়াও উপস্থিত ছিলেন চানপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র বৃন্দ। উক্ত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।