এমপি এনামুল হকের সুপরামর্শে নরদাশ ইউপিঃকৃষকলীগের মাস্ক বিতারণ
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলা বাগমারা হুলিখালী বাঁধের হাট। সভাপতি বাগমারা কৃষক লীগ। বাগমারার জনপ্রিয় জননেতা সফল এম পি জনাব ইঞ্জিঃ এনামুল হকের সুপরামর্শে এবং বাগমারা কৃষক লীগের উদ্যোগে নরদাশ ইউনিয়নের বাঁধের হাটে করোনা মুক্ত থাকার আহব্বান ও সচেতনতা বৃদ্ধি জনগনের মাঝে মাস্ক বিতরন করা হয়।
উপস্হিত ছিলেন।
অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃষক লীগ সভাপতি / সাধারন সম্পাদক ও উপজেলা কৃষক লীগ সহ সভাপতি জনাব গিয়াস উদ্দীন সহ আরো নেতৃবৃন্দ।
মোঃ এমদাদুল হক সভাপতি বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখা তিনি বলেন সবাই সাবধানে থাকি আমাদের এলাকা ভালো রাখি। করোনা পরিস্থিতি ও করোনা দুঃসময়ে সচেতন সচেতনতা বৃদ্ধিসহ নানা রকম পদক্ষেপ ও সামাজিক দুরন্ত বজায় রাখা উচিত সবার। সরকারের দেওয়ার লগডাউন ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিয়ে না যাওয়া সহ সরকারে বিধিনিষেধ মেনে চলি করোনা ভাইরাস প্রতিরোধ করি।