যতীনগঞ্জ বাজারে এম পি এনামুল এর পক্ষে মাস্ক বিতরন.বাগমারা-টাইমস!
প্রিন্স মুরতাজাঃ
আজ বিকেলে বাগমারার ৭নং বাসুপাড়া ইউনিয়নের আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি"স্যারের পক্ষ থেকে কোভিড ১৯ দ্বিতীয় দফা জনসচেতনাতা সৃষ্টি উপলক্ষে ৭নং বাসুপাড়া ইউনিয়নের যতীনগঞ্জ বাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ নূরুল ইসলাম,দপ্তর সম্পাদক বাগমারা উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলা ও বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।