মেরাজ উদ্দীনের দ্রুত সুস্থতা কামনা করেন কালাম আজাদ
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা হঠাৎ অসুস্থ হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ
আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে রামেক হাসপাতালের ১৫ নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস জানিয়েছেন সভাপতি সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন। সেই সাথে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ রয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতির দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে সকলের নিকট দোয়া কামনা করেছেন মেয়র আবুল কালাম আজাদ