সর্বশেষ খবর

বাগমারায় তরমুজ বাজার মনিটরিং অভিযান ও অবৈধ ভাবে সরকারি রাস্তা নষ্ট অভিযান অব্যাহত থাকবে


স্টাফ রিপোর্টারঃ


কয়েকদিন থেকে দেশে সব স্থানে মৌসুমি  ফল তরমুজের মুল্য নিধারণ ও পিচে নয় কেজিতে বিক্রিয়ের অভিযোগ শুনা যাচ্ছে  ক্রেতাদের কাছে থেকে  উচ্চ বাজার দাম অনেক চড়া ইত্যাদি ইত্যাদি অভিযোগ সাধারণ ক্রেতাদের। @বাগমারা টাইমস হতে আজ পোস্ট করা হয় যে তাহেরপুর  হাট জুড়ে তরমুজ ৫০/৬০ টাকা কেজিতে আজও বিক্রি  করা হচ্ছে  নেই কোন প্রশাসনিক সুব্যবস্থা।  

তারি ধারাবাহিতার মাঠে নামে উপজেলা প্রশাসন শরিফ আহম্মেদ। 




আজ ভবানীগন্জ তাহেরপুর তরমুজ কান্ডে দাম ও মুল্য নিধার্রণ নিয়ে শরিফ আহম্মেদ  ফেসবুক আইডি পোস্ট করেন । 


আজ ভবানীগঞ্জ ও তাহেরপুর বাজারে তরমুজের বাজার মনিটরিং করা হয়েছে শরিফ আহম্মেদ  বিক্রেতার কাছে থাকা রশিদ অনুযায়ী প্রতি কেজি তরমুজের ক্রয়মুল্য ৪২.২৫ টাকা, সাথে পরিবহন ও হাট ইজারামুল্য যোগ করে তারা বিক্রি করছে তরমুজের সাইজ অনুযায়ী ৪৫/৫০ বা ৫৫ টাকা.প্রিয় বাগমারা বাসী এতে বিক্রেতা কত লাভ করছে বা কত বিক্রয় মূল্য হওয়া উচিত, আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানিয়ে বাধিত করবেন।




বিক্রেতা মান ভেদে বিক্রিয় করেছেন ৪৫/৫০/৫৫ টাকা কেজি দরে।  তার সাথে সাথে তরমুজের খুরচা  সঠিক মুল্য কেমন হওয়া  উচিত  সেই পরামর্শ চেয়েছেন উপজেলা প্রশাসন।


তরমুজ অভিযান শেষে শরিফ আহম্মেদ  অবৈধ  যান ( কাকড়া) মাটি বহন করে  রাস্তা নষ্ট করার দায়ে আজ ০৪ জন কে ৪০০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে. অভিযান অব্যাহত থাকবে.আপনার কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে inbox এ তথ্য দিন,ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ. জানিয়েছেন তিনি।