সর্বশেষ খবর

লিচু চাষে সফলতার সম্ভবনা দেখছেন বাগান মালিকরা-বাগমারা টাইমস

 


নিজস্ব প্রতিবেদকঃ বাগমারা টাইমস-


রাজশাহী বাগমারা উপজেলার লিচু বাগান মালিকরা দেখছেন লাভের সম্ভাবনা।


শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় লিচু বাগান পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন লিচু বাগান মালিকরা।



এ সময় ১০ নং মাড়িয়া ইউনিয়ন বালিয়া গ্রামের আব্দুর জব্বার এর সন্ত্রান তন্ময় জানান গতবারের চেয়ে অধিক দামের একটি বাগান বিক্রি করেন, যার মূল্য ৪ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা, যেখানে লিচুর গাছ ছিল সবমোট একশত পঞ্চাশটি টি‌, অনুরুপ গতবছর ২০২০ সালে উক্ত বাগনটি বিক্রি করা হয়েছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায়।


সব কিছু মিলিয়ে দেখা যায় গতবারের চেয়ে এবার সফলতার সম্ভবনা মাত্রা টা অনেক বেশি, স্বপ্ন দেখছেন বাগান মালিকরা, ঠিক তেমনি ব্যবসায়ীরা দেখছেন সফলতার সম্ভবনা ছোঁয়া।