নরদাস ইউনিয়নের সালমারা টু পারিলা রাস্তা বেহাল দশা- বাগমারা টাইমস
প্রিন্স মুর্তজা, স্টাফ রিপোর্টারঃ
বাগমারা নরদাস ইউনিয়নের সালমারা টু পারিলা এই রাস্তা বর্তমান বেহাল দশা, এই জায়গায় কাকড়া গাড়িতে করে মাটি এনে রাস্তার পাশের জমি ভরাট করে কিন্তু বৃষ্টিতে মাটিগুলো ভেঙ্গে রাস্তায় নেমে বর্তমানে মরন ফাঁদে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ৫ জন বাইক নিয়ে স্লিপ কেটে পড়ে যায়, এছাড়াও রাস্তায় চলাচলকৃত পথচারীদের এবং আশে পাশের লোকজন এর নানা দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, শুভডাঙ্গা ইউনিয়ন কাওপাড়া গ্রাম এর বুদু নামের কাকড়া গাড়ির মালিক মাটি সমূহ ফেলে রাখেন।