সর্বশেষ খবর

রামরামা ইব্রাহিম মাঝির বাড়ি হইতে সুলতানের বাড়ি পর্যন্ত এলজি কাজের উদ্বোধন- বাগমারা টাইমস

 


মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে গ্ৰাম হবে শহর সেই লক্ষে ডিজিটাল বাগমারা গড়ার কারিগর ইঞ্জিঃ এনামুল হক এমপি মহোদয়ের উন্নয়নের রূপকল্প  বাস্তবায়নের জন্য এলজি এসপি ৩ প্রকল্পে ২০২০/২০২১অর্থবছরে রামরামা ইব্রাহিম মাঝির বাড়ি হইতে সুলতানের বাড়ি পর্যন্ত রাস্তা য় এমন দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করে ১৪ নং গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর সরকার।  সরকারের উন্নয়ন উন্নতির ধারা বজায় এবং গ্রাম কে শহরের রুপান্তর করা বর্তমান সরকারে উদ্দেশ্য।  সেই   লক্ষে এগিয়ে যাচ্ছে ১৪ নং গোয়ালকান্দি ইউনিয়ন আলমগীর সরকারের হাত ধরে।



এই সময়ে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলমগীর সরকার স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠন ও নেতাবৃন্দ।