সর্বশেষ খবর

বাগমারা থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া আট লাখ টাকা উদ্ধার চোর আটক.বাগমারা-টাইমস!



বাগমারা টাইমসঃ

মো: রমজান আলী, পিতা -মৃত তাজু, সাং দেউলিয়া, থানা- বাগমারা, জেলা – রাজশাহী নামক এক ব্যক্তি বাদী হয়ে রাজশাহীর বাগমারা থানায় এই মর্মে এজাহার দাখিল করেন যে, গত ০৫/০৪/২০২১ তারিখ বিকাল অনুমান ৪.০৫ টা হতে ৪.১৫ টার মধ্যে তার ভবানীগঞ্জ চানপাড়া গ্রামস্থ মাছের আড়ত এর গদিঘরের মধ্যে টেবিলের ড্রয়ারে রাখা আট লাখ টাকা চুরি হয়। রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার) স্যারের দিকনির্দেশনায় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেবের নেতৃত্বে বাগমারা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ০৬/০৪/২০২১ রাত অনুমান ৩.৩০ টার দিকে মো: মামুনুর রহমান ওরফে মামুন (২৮), পিতা – মো: আবুল কাশেম, সাং -চানপাড়া, থানা – বাগমারা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে ও তার বসতবাড়ির পরিত্যক্ত টয়লেটের স্লাবের নীচ হতে চুরি হয়ে যাওয়া সে আট লাখ টাকা উদ্ধার করে।

:: মো: ইফতেখায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার( সদর)