অনাবৃষ্টিতে দিশেহারা কৃষকরা | বাগমারা-টাইমস
মোঃ সারোয়ার হোসেন (নিজস্ব প্রতিবেদক)
এবছর শীতকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত ভালো বৃষ্টি মুখ দেখে নি কৃষকরা। এতে করে তাদের লোকসানের মুখ পারতে হচ্ছে।
অনাবৃষ্টির কারণে তাদের ফসলে অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। এবং বিদ্যুতের লোডশেডিং এর ঝামেলা তো আছে। এতে করে তাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে ।
অনাবৃষ্টিতে কৃষকদের ফসলের চারাগাছ ঠিকমত জন্মায়নি। যেগুলা জন্মেছে আবার তাদের মধ্যে অনেক চারা মারা গেছে। ঠিকভাবে গাছ বৃদ্ধি হয় নি। ফসলের ফলগুলো নষ্ট হয়ে গেছে। তাদের ফসলের গাছ অতিতারাতারি নষ্ট হয়ে যাচ্ছে। ফলের আকার অনেক ছোট তার জন্য বিক্রি করতে অনেক কম দাম দিয়ে।
অনাবৃষ্টিতে গ্রীষ্মকালের ফলগুলো ঠিক মত বৃদ্ধি হচ্ছে এবং ঝরেগাচ্ছে। অনেক ফল শুকিয়ে গাছে নষ্ট হয়ে গাছ পচে যাচ্ছে এতে করে কৃষদের অনেক লোকসান হওয়ার আসংক্ষা করছে কৃষকরা।