চট্টগ্রামের পতেঙ্গায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে নিহত ২ আহত ২
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পতেঙ্গায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে দুইজন নিহত
হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ইরাবতী -দুই নামের একটি জাহাজের ইঞ্জিনরুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইঞ্জিনরুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।