সর্বশেষ খবর

যুবলীগের প্রাণ আসাদুল ইসলাম আসাদ’কে যুবলীগের সভাপতি হিসাবে চায় তাহেরপুর পৌরবাসী | বাগমারা-টাইমস!

 


মোঃ মিজানুর রহমান (স্টাফ রিপোর্টার) 

রাজশাহী বাগমারায় তাহেরপুর পৌর যুবলীগের আইকন, বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক, সন্ত্রাস মাদক ও নেশামুক্ত অসম্প্রদায়িক যুবসমাজ গঠনের নিরলশ পরিশ্রমী সাবেক ছাত্রনেতা, তাহেরপুর যুবলীগকে উপজেলার শক্তিশালী ইউনিটে রুপদানকারী যুবনেতা,মানবিক ও সহনশীল যুবলীগ প্রতিষ্ঠা করাই যার লক্ষ্য, বর্তমান যুবলীগের আহবায়ক,যুবলীগের প্রাণ, পৌর যুবলীগের যুবরাজ যুবলীগের প্রাণ  মোঃ আসাদুল ইসলাম আসাদ কে তাহেরপুর পৌর যুবলীগের সভাপতি হিসাবে দেখতে চাই পৌরবাসী।



তাহেরপুর পৌরসভা প্রতিটি রাজনৈতিক নেতাদের প্রাণের স্পন্দন ছুঁয়ে আছে আসাদুল ইসলাম আসাদ মিটিং মিছিল থেকে শুরু করে ভালো করোনা কালিন সময়ে মানুষের  পাশে দাড়িয়েছেন তিনি।