চলমান লগডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে | বাগমারা-টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এর আগে, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর বিধিনিষেধের’ সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই আট দিনের কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে আবার সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।
মার্চের শুরু থেকে সংক্রমণ তীব্র হয়েছে। সংক্রমণ ঠেকাতে ৫ই এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের বিধিনিষেধ শুরু হয়। তবে তার ধারাবাহিকতা চলে ১৩ই এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ই এপ্রিল থেকে দ্বিতীয় দফয় কঠোর বিধিনিষেধ দেয়া হয়, যা চলবে ২১শে এপ্রিল পর্যন্ত।