সর্বশেষ খবর

বাগমারায় গনিপুর ইউনিয়নে এক অলৌকিক ঘটনা

 

 সাওয়ার স্বাধীন (নিজস্ব প্রতিবেদক)



আল্লাহ্ কি না পারে.... এই কথা মুখে না রাজশাহী  বাগমারার গনিপুর ইউনিয়নে গেলে বুঝা যায়। সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের মন্ডলপাড়ায়।। একটি গরুর বাছুর হয়ছে যার একটি মাত্র চোখ তাও আবার কপালে,নাক নাই, পুরুষ না মহিলা বাছুর চিনার কোনো উপায় নেই।

সেই রহস্যময় বাছুরটি দেখতে অনেক লোকের ভিড় জমেছে।দূরদূরান্তের, বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন গ্রামের মানুষ দেখতে আসছে।


আর একটা বিষয় হলো বাছুরটির নাক না থাকায় নিশ্বাস নিচ্ছে মুখ দিয়ে। হইতোবা বাছুর টি কিছুক্ষন বেঁচে থাকার পর মারা যাবে।