গার্মেন্টস ব্যাবসায়ী এখন ফুটপাতের খেজুর বিক্রেতা | বাগমারা-টাইমস
তথ্য চিত্রঃ আরিফুল ইসলাম
গার্মেন্টস ব্যাবসায়ী এখন ফুটপাতের খেজুর বিক্রেতা।
তাহেরপুর পিয়াজ হাটার কাপড় ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক। লকডাউনে তার পেছনের সোনালী গার্মেন্টস নামের দোকানটি বন্ধ আজ কয়েকদিন ধরে।
সংসারের খরচ যোগাতে রাজ্জাক দোকানের সামনেই ফুটপাতে খেজুরের দোকান মেলেছেন।
সারাদিন খেজুর বিক্রি করে যা লাভ হয় তাই দিয়েই খুব কষ্টে চলছে তার সংসার।
তাহেরপুরের বেশির ভাগ ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ীরা আজ বড়ই অসহায়।