ধান কাটা ও মারাই কাজে ব্যস্ত বাগমারার কৃষকেরা
এইচ এম শাহাদত (স্টাফ রিপোর্টার)
দেশের সর্বাধিক চাল উৎপাদন খ্যাত উত্তরের জেলা রাজশাহী বাগমারায় শুরু হয়েছে বোরোধান কাটার উৎসব।
বছরের প্রথম বৃষ্টি না থাকার কারনে কৃষকেরা অতি অনন্দের সাথে ধান কাটা ও মারাই কাজে ব্যস্ত সময় পার করছে।
উপজেলার গোয়ালকান্দী, হামিরকুৎসা,মারিয়া, যুগি পড়া, বাসুপাড়া ও ঝিকরা ইউনিয়নের বেশ কিছু জমিতে আগাম রোপণকৃত বোরোধান কেটে ঘরে তুলতে শুরু করেছে স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় ১০ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে যা গত মৌসুমের চেয়ে ২৪০ হেক্টর বেশি।
এই মৌসুমে উচ্চ ফলনশীল হীরাতেজ, হাইব্রিড, ব্রি ধান -২৮ ও জিরাশাইল জাতের ধান বেশি রোপণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অধিদপ্তর।
এ ব্যপারে উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের জসেরবিলের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলল্লে তারা 'বাগমারা টাইমস' এর প্রতিনিধি কে তারা জানন, অনুকূল আবহাওয়া, সঠিক সেচ ব্যবস্থা এবং আগাম ধানের চারা রোপণ করা সত্বেও কোন কীটপতঙ্গের আক্রমণ না থাকায়, অধিক ভালল ফলন আশা করছেন তারা। গোয়ালকান্দী ইউনিয়ন কৃষি কর্মকর্তা মোঃ আঃ মজিদ বি.এস জানান, গোয়ালকান্দী ইউনিয়নের নিচু অঞ্চলগুলোতে আগাম রোপণকৃত বোরোধান কাটার কাজ শুরু হয়েছে।
এই মৌসুমে কৃষকের ধানের ফলন ভালো হওয়ায় এবং বর্তমানে আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা অনেক আনন্দের সাথে ধান কাটা ও মারাই কাজে ব্যস্ত সময় পার করছেন।