বাগমারায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
রাজশাহী বাগমারা উপজেলা ভবানীগঞ্জ পৌরসভা হাজরাপাড়া গ্রামের কৃষক লেজাম আলী তার জমি হতে গাড়ি যোগে ধান পরিবহন করেন পরিবহনের একটি সময় বৃষ্টি ও ঝড় শুরু হয়।
তিনি বিল হতে ধান নিয়ে বাসার আসার পথে আকাশের বজ্রপাত আঘাত আনে। আজ দুপুরের সময় বিকট শব্দ হয় বজ্রপাতে এই সময় কৃষক লেজাম ধান নিয়ে আসার সময় তীব্র বজ্রপাত হয় ফলে ঘটনায় স্থানেই তিনি মারা যাই। এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।