বিহানালী হরিণমারা গ্রামের এলাকাবাসীর নিজ উদ্যোগে রাস্তা মেরামত|বাগমারা-টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বাগমারা উপজেলা বড় বিহানালী ইউনিয়ন হরিণমারা গ্রামের ১ কিলোমিটার মাটির রাস্তা দীর্ঘ দিন সংস্কার না হওয়ার চলাচলের অনুপমযোগী হয়ে ওঠেছে। সামান্য বৃষ্টি তে কাদামাটিতে চলাচলের বাধাগ্রস্ত হয় এলাকায় মানুষের এর সাথে সাথে মালামাল নিয়ে যেতেও চায় না গাড়ি গুলো।
রাস্তার অবস্থা অবনতি র ফলে গ্রামের মানুষের মাঝে রাস্তার সংস্কারের উদ্যোগ নেন এরশাদ আলি সহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই লক্ষে আজ বড় বিহানালী হরিণমারা গ্রামের সবাই একএে হয়ে দীর্ঘ এক কিলোমিটারে মতো রাস্তা ভাটা হতে ইট আনিয়ে আজ সকাল ৭টার পর থেকে শুরু হয় রাস্তা মেরামতের কাজ দীর্ঘ সময় পর রাস্তাটি সংস্কার কাজ শেষ করেন হরিণমারা গ্রামের সাধারণ মানুষ।
এইসময় উপস্থিত ছিলেন উক্ত ওর্যাড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন রাস্তা কাজের উদ্যোগতা মোঃ এরশাদ আলী গ্রামের সাধারণ মানুষ।