সাংবাদিক রোজিনার মিথ্যা মামলা প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন আরইউজে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের আরইউজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের খুশির দিনে স্বাধীন গনমাধ্যমে কর্মরত জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের গলা টিপে ধরে সাংবাদিকদের গলা টিপে ধরা হয়েছে। একজন রাষ্ট্র কর্মচারী চোরের এতবড় স্পর্ধা হয় কি করে জাতি জানতে চায়? স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ-সচিব কাজী জেবুন্নেছার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দূর্ণিতির তথ্য প্রমাণ মিলছে তাতে তাকে অবিলম্বে চাকুরীচ্যুত করে আইনের আওতায় আনা হোক।
কাজি জীবুন নেছার ব্যক্তিগত সম্পদের তথ্যঃ কানাডায় ৩টি বাড়ি, পূর্ব লন্ডনে ১টি এবং ঢাকায় ৪টি বাড়ি, গাজীপুরে ২১ বিঘা জমি আছে। এছাড়া নামে-বেনামে রয়েছে ৮০ কোটি টাকার এফডিআর। তার স্বামী পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বামীর বাড়ি নরসিংদী। দুই মেয়ে কানাডায় পড়ে। সব জনগণের চুরি করা টাকা। এজন্যই কি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আমরা। এখনই সময় সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন সাংবাদিক ইউনিয়ন, না হলে সবাইকে একদিন আপসোস করতে হবে।