রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
সাংবাদিক রোজিনার গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিতলা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এসএম সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবিএম হুমায়ুন কবির বাবু,কোষাধক্ষ্য সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাসী, সদস্য সাংবাদিক রুস্তম আলী শায়ের।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের মত সাহসি সাংবাদিক যদি কারাগারে থাকে তাহলে দেশের সকল সাংবাদিকদের জন্য তা অপমানের।
তাই দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এছাড়াও বক্তারা স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেসা’র দ্রুত পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিত রায়, রস্তম আলী শায়েব, মিজানুর রহমান,মিনা,র রহমান মাসুদ,স্বাধীন,স্বপন হোসেন, রকি সহ প্রমূখ।