সর্বশেষ খবর

ঈদকে অপেক্ষা করে তাহেরপুর মার্কেট গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়

 




স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ

ঈদ মানে আনন্দ ঈদ মানেই হাসি খুশি ঈদ মানেই নতুন পোশাক ঈদ মানেই পরিবারের সবাই নতুন সাজে নতুন পোশাকে একত্রিত হয়ে ঈদ উদযাপন করা। 

পবিত্র মাহে রমজান মুসলমানদের ঈদুর ফিতর দীর্ঘ  এক সিয়াম পালনের শেষে অনুষ্ঠিত হয় ঈদের নামায আর ঈদ কে জুড়ে নতুন পোশাক পরিধানের জন্য মুসলিম উম্মতগন নতুন পোশাক কেনার জন্য দোকানে ছুটে আসেন।  

রাজশাহী বাগমারা তাহেরপুর বাজার গুলো ঘুরে চোখে পড়ে এমনি ঈদ কে কেন্দ্র করে প্রতিটি দোকানে ভিড় জমিয়েছে ক্রেতাগন। নিজ পরিবারের সদস্যদের জন্য কিনতে এসেছেন  অনেকেই  প্রতিটি দোকান বিশেষ করে পোশাকের দোকান গুলো অনেক টা বেশি ক্রেতা আগমন দেখা যাচ্ছে  সু দোকানের রয়েছে তার সাথে সাথে কসমেটিক  ঈদের আতর, সুরমা দোকান গুলোতেও ভিড় জমিয়েছেন ক্রেতা এই সময় একজন দোকানি জানান প্রতিবছরের তুলনা করোনা কাল এসে পোশাক আনা নেওয়াতে খরচ বৃদ্ধি পেয়েছে অনেক টা এবং দাম অনেক টা বেশি সেই ক্ষেত্রে। সরকারী বিধিনিষেধ মেনে চলছে কেনাকাটা দোকানে প্রবেশের সময় মাস্ক পরিধান বাধ্যতামুলক করেছেন দোকান গুলোতে। এইসময় একজন  ক্রেতা বলেন তাদের স্বাথের অনুযায়ী তাদের পরিবার ও নিজের জন্য কেনাকাটা করতে এসেছে এবং করোনা পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে ও সামাজিক দুরন্ত বজায় রেখে কেনাকাটা করা যাই সেই কারণে পরিবার সবাইকে না নিয়ে তিনি একাই এসেছেন কেনাকাটা করতে তাতে করে অতিরিক্ত  চাপ সৃষ্টি হবে না তিনি মনে করেন।