সর্বশেষ খবর

ফ্রি কল মিনিট ও ডাটা (ইন্টারনেট) দিচ্ছে রবি|বাগমারা-টাইমস

 



যোগাযোগ/তথ্য সেবা ডেস্কঃ 

করোনা মহামারির কারণে চলমান লকডাউনে যারা মোবাইল ফোনে রিচার্জ করতে পারেননি তাদের ফ্রি কল মিনিট ও ডাটা (ইন্টারনেট) দেবে রবি। জরুরি প্রয়োজনের দিকটি মাথায় রেখে এ অফারটির আওতায় ১০ মিনিট টকটাইম ও ১০০ এমবি (মেগাবাইট) ডাটা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

রবির এক কোটিরও বেশি গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।2122# or ২১২২# কোড ডায়াল করে এই অফারটি অ্যাক্টিভ করা যাবে। তিনদিন মেয়াদি এই অফারটি গ্রাহকরা একবার নিতে পারবেন।
প্রসঙ্গত, গত বছরও লকডাউনের সময় রবি তার গ্রাহকদের টকটাইম ও ডাটা উপহার দিয়েছিল।