সর্বশেষ খবর

মাস্ক পরিধানে মাঠে কঠোর ভূমিকায় তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ

 





স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় তাহেরপুর সহ আশপাশের এলাকা ঘুরে সবাইকে মাস্ক পরিধানে কঠোর ভূমিকা পালন করেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ।   

সারাদিকে করোনা পরিস্থিতি করোনা মহামারী সংক্রমণ একবছর পেরিয়ে দুইবছরে চলছে, পৃথিবীর বুকে আজও করোনা ভাইরাস সংক্রমণের হার কম নয়। দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর হার। 




বাংলাদেশে সরকার করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে জনস্বার্থে বার বার লকডাউন ঘোষণা করে আসতেছে আগামী ২৬ তারিখ পর্যন্ত চতুর্থ সপ্তাহে লকডাউন কার্যকর করছে। এর ধারাবাহিকতা আজ রাজশাহী বাগমারার তাহেরপুর হতে ভবানীগঞ্জ ও শিকদারী যাওয়ার রাস্তা হেচারীমোড় তিনমাথায় ও পুলিশিং চেক পোস্ট বা সচেতন মুলক চেক পোস্ট বসান তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে। করোনা এই সময় ২য় বারে এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ঈদ উৎসব  ঈদুল ফিতর, এই ঈদ উৎসব  উপলক্ষে কেউ যেনো নতুন ভাবে করোনা আক্রান্ত না হন সচেতনতার সাথে ঈদ উৎসব পালন করতে পারে সেই লক্ষে মাস্ক বিহীন যেনো কেউ ঘরের বাহিরে না যাই তার প্রতিফলে প্রতিটি গাড়ি চার্জার ভ্যান, ট্রাক, অটো, মোটরসাইকেল, সহ সকল যানবাহনে প্রতি মানুষের মুখে মাস্ক কার্যকর করা ছিলো তাহেরপুর পুলিশ  তদন্ত কেন্দ্রের কাজ। সাথে সাথে সচেতন বার্তা প্রদান করেন। 



এই সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পুলিশ  তদন্ত কেন্দ্রের এসআই মুন্জুর কনস্টেবল কোনাল,রাজু,মাহাফুজ, সহ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য বৃন্দ।