বাগমারায় আ’লীগ নেতা শফির উদ্দীনের ইন্তেকাল, এমপি এনামুল হকের শোক প্রকাশ
মাহফুজুর রহমান প্রিন্স (স্টাফ রিপোর্টার) বাগমারা:
বাগমারায় আওয়ামী লীগ নেতা শফির উদ্দীন প্রামানিক ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহে ওয়া ইনা ইলাহি রাজিউন)। শফির উদ্দীন প্রামানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিঃ মোঃ এনামুল হক।
শুক্রবার, রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মরহুম শফির উদ্দীন প্রামানিকের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টায় সাঁকোয়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম শফির উদ্দীন প্রামানিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন এমপি এনামুল হক।