সর্বশেষ খবর

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বাগমারায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

১লা জুনের মধ্যে সারাদেশের বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।


সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোপালগঞ্জ) ছাত্র মোহাম্মাদ আলী তোহা'র সভাপতিত্বে এবং সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান, সরকারি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও জনি। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহাদী বিন মুকুল সহ প্রমুখ




এ সময় সাধারণ শিক্ষার্থীরা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন।

উক্ত সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী এবং ইউজিসির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন এবং ১লা জুনের মধ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ঢাবি ভিসির বিরূপ মন্তব্যকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা।