বাগমারায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বালক (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন-বাগমারা টাইমস
আশিক ইসলাম স্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) রাজশাহী বাগমারা উপজেলা' ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ মে) সকাল সাড়ে দশটায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর প্রতিনিধিত্বে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অনিল কুমার সরকার,
ভবানীগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ গোলাম সারোওয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অত্র উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শিরোপা লড়াইয়ে অংশ নেন ২ (দুই) গ্রুপ। যথাক্রমে ক- গ্রুপে ৮টি দল এবং খ- গ্রুপে ১০টি দল।
ক- গ্রুপের দলগুলো হলো- বড়বিহানালী, যোগীপাড়া, আউচপাড়া, শ্রীপুর, ভবানীগঞ্জ পৌরসভা, গোয়ালকান্দি, হামিরকুৎসা, কাচারি কোয়ালিপাড়া। খ- গ্রুপে রয়েছে-
শুভডাঙ্গা, নরদাশ, বাসুপাড়া, গোবিন্দপাড়া, ঝিকড়া, সোনাডাঙ্গা, তাহেরপুর পৌরসভা, দ্বীপপুর, গণিপুর, মাড়িয়া। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।