সর্বশেষ খবর

ছাত্রলীগ নেতা সন্দীপ রায় টিংকুর নিজ তহবিল হতে ঈদ সামগ্রী বিতরণ

 





স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ

মাহে রমজান শেষ দশকে এসে নিজ তহবিল হতে নিজ উদ্যোগে গরিব অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ সম্পাদক তাহেরপুর পৌরসভা ছাএলীগ নেতা সন্দিপ রায় টিংকু। করোনা পরিস্থিতি করোনা সুচনাকাল থেকে তিনি তার সংগঠন পথিক বিনোদন ক্লাব নানা রকম ভাবে মানুষের পাশে সব সময় ছিলেন এখনো আছেন সবর্দা। তার ধারাবাহিকতা আজ রাত নয়টার নিজ দায়িত্বে  নিজ তহবিল হতে মাহে রমজান ও ঈদ উপহার হিসাবে ৩০ টি পরিবারের মাঝে, সেমাই , লাচ্ছা, দুধ, চিনি  বিতরণ করেন। 

অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদের উৎসকে ভাগাভাগি করে নিতেই তার মহান উদ্দেশ্য। এছাড়া তিনি নানা রকম ভাবে মানুষকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন বার বার বিপদে আপদে মানুষের সেবায় নিয়োজিত আছেন তার সংগঠন পথিক বিনোদন ক্লাব।