আর্তমানবতার সেবায় আবেগ বিক্রি- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
মানুষ শখের বসে অনেক কিছু সংগ্রহ করে। যারা এসব সংগ্রহ করে তাদের এই সংগৃহীত জিনিসগুলোর প্রতি এক ধরনের মায়া জন্মায়, আবেগের সৃষ্টি হয়। তেমনি পুরনো সব কয়েন সংগ্রহের শখ ছিল এইচএসসি ১৯৯৫ ব্যাচের মোঃ শাহ জালালের। একদম শৈশব থেকে তিনি বিভিন্ন রকম পুরনো কয়েন সংগ্রহ করতেন।
করোনার এই মহামারীতে তিনি মানুষের সেবায় উনার বহু পুরনো সংগৃহীত কয়েনগুলো নিলামে তোলেন। নিলামে কয়েনগুলো কিনেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ ফজলে বারী (সৌরভ)। নিলামে পাওয়া ৫,০০০ টাকা করোনায় আক্রান্ত রোগী ও অসচ্ছল মানুষের কল্যাণে ব্যয়ের জন্য আজ তিনি তুলে দেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে।
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন তার এমন মহৎ উদ্যোগকে শ্রদ্ধা করে এবং তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।