সর্বশেষ খবর

বাগমারায় চলাচলের পথ বন্ধ করে পাকা বাড়ি নির্মাণের অভিযাগ- বাগমারা টাইমস

 


মাহফুজুর রহমান প্রিন্স
(স্টাফ রিপোর্টার) বাগমারা:

রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রাম এক প্রভাবশালী রাস্তা বন্ধ করে বাড়িঘর নির্মাণের অভিযাগ পাওয়া গেছে। অভ্যন্তরীণ চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকার লোকজনের চলাচল ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিকার চেয়ে এলাকার লোকজনের পক্ষ উপজেলা নির্বাহী দপ্তরে এক লিখিত অভিযোগ দায়ের করছেন।

এলাকাবাসীর পক্ষ বইকুরী গ্রামের আজাহার আলীর লিখিত অভিযাগ সূত্র জানা গেছে, যুগ যুগ ধরে বইকুরী (মন্ডলপাড়া) গ্রামের লোকজন অভ্যন্তরীণ রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। ওই পথ দিয়ে মালামাল নিয়েও চলাচল করেন পাড়ার লোকজন। গত, ১৩ মে প্রভাবশালী গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে লাভলী তার লোকজন নিয়ে রাতারাতি চলাচলের পথ বন্ধ করে সেখানে ইটের ঘর নির্মাণ শুরু করেন। এ সময় পাড়ার লোকজন  জনপ্রতিনিধির মাধ্যম বাঁধা প্রদান করলে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে কোনও সমাধান না করে লাভলী শ্রমিক নিয়োগ করে দ্রুত ঘর নির্মাণ কাজ চালায়। লোকজনরা বাধা প্রদান করলে তাদর বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী দেওয়া হয় বলে অভিযাগ করেন ভুক্তভাগীরা। এই বিষয় অভিযুক্ত লাভলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।