সর্বশেষ খবর

বাগমারা পুকুর নামক স্থানে মোটরসাইকেল আরোহী নিহত এক আহত এক







আশিক ইসলাম স্টাফ রিপোটার: বাগমারা টাইমসঃ


গতরাত নয়টার সময় রাজশাহীর মোহনপুর উপজেলার বাগমারা পুকুর নামে পরিচিত  স্থানে রাস্তায় বাক ও বাইকের স্পিড অনেক অস্বাভাবিক থাকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে আউচপাড়া ইউনিয়ন মুগাইপাড়া গ্রামের  আশরাফ কবিরাজ (৪০) কে রাজশাহী ইসলামী মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত একজন হাসপাতালে ভর্তি আছেন।

আজ সকালে ঘটনা স্থলে যাই বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ এবং হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ  রফিকুল ইসলাম ও  মোহনপুর থানার ওসি তহিদুল ইসলাম (তদন্ত)ঘটনায় স্থান পরিদর্শন করেন। 


মোহনপুর থানার ওসি তহিদুল ইসলাম জানান, বড় ছেলে মাহাফুজ ও পরিবারের কোন সদস্যদের কোন অভিযোগ না থাকার কারণে  লাশ টি দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।