সর্বশেষ খবর

তাহেরপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে রাতে ঈদ সামগ্রী বিতরণ

 






স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ

রাজশাহী  বাগমারা উপজেলা তাহেরপুর পৌরসভার পৌর ছাএলীগের নিজ উদ্যোগে রাতে  অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়িঁয়েছেন তাহেরপুর পৌর ছাএলীগের সদস্যবৃন্দরা 


আজ মাএ কয়েকটা দিন তারপর পবিত্র মাহে রমজান শেষে মুসলিমদের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুইটি উৎসব ঘিরে নানার আয়োজনের মধ্যে দিয়ে অতিবাহিত করে মুসলিম উম্মাত গণ। ঈদ কে সামনে রেখে নতুন পোশাক ভালো খাবার ইত্যাদি র আয়োজন ঘটে থাকে প্রতিটি পারিবারে মাঝে। কিন্তু গরিব অসহায় মানুষের অনেক ক্ষেত্রে খাবার জুটেও পোশাক জুটে না হয় খাবার জুটে না।


তার ধারাবাহিকতা তাহেরপুর পৌর ছাএলীগের নিজ তহবিল হতে নিজ উদ্যোগে ৬০ টি অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ  সামগ্রী বিতারণ করেন তাহেরপুর পৌর ছাএলীগের অন্যতম সদস্য জাহিদুল খান শোভন,আব্দুল্লাহ আল কাফিও রবিউলের নিজ তহবিল হতে বিতারণ করেন আজ রাত ৮.৪০ টায় সময়। 


এই সময় সার্বিক সহযোগিতায়ঃ জাহিদুল খান শোভন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহেরপুর পৌর ছাত্রলীগ।আব্দুল্লাহ আল কাফি,সভাপতি হিসাব বিজ্ঞান বিভাগ,নবাব সিরাজ ঊদ দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, রবিউল ইসলাম প্রমুখ  আলামিন,শুভ্র,ফিরোজ,সাব্বির,রানা প্রমুখ আরও অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।