সর্বশেষ খবর

শুভডাঙ্গা ইউপি সদস্য আফজালের রক্তদান

 



আশিক ইসলাম স্টাফ রিপোটারঃ

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এক ব্যাগ রক্ত পারে একটি জীবন কে বাঁচতে এই লক্ষে

আজ রাজশাহী বাগমারায় শুভডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (ধামিনকৌড়) সদস্য আফজাল হোসেন( সবুজ) একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বানাইপুর গ্রামের এক মুমুর্ষ রোগিকে রক্তদান  করেন  গতরাত ৯ টায় সময় রাজশাহী ইসলামি মেডিকেল হাসপাতালে উপস্থিত  হয়ে এক ব্যাগ রক্ত প্রদান করেন। 


রক্তদানের পর রোগীটি সুস্থ হবেন বলে আশা প্রকাশ  করেন ইউপি সদস্য আফজাল হোসেন ও রোগটির  জন্য দোয়া কামনা করেন তিনি