শুভডাঙ্গা ইউপি সদস্য আফজালের রক্তদান
আশিক ইসলাম স্টাফ রিপোটারঃ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এক ব্যাগ রক্ত পারে একটি জীবন কে বাঁচতে এই লক্ষে
আজ রাজশাহী বাগমারায় শুভডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (ধামিনকৌড়) সদস্য আফজাল হোসেন( সবুজ) একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বানাইপুর গ্রামের এক মুমুর্ষ রোগিকে রক্তদান করেন গতরাত ৯ টায় সময় রাজশাহী ইসলামি মেডিকেল হাসপাতালে উপস্থিত হয়ে এক ব্যাগ রক্ত প্রদান করেন।
রক্তদানের পর রোগীটি সুস্থ হবেন বলে আশা প্রকাশ করেন ইউপি সদস্য আফজাল হোসেন ও রোগটির জন্য দোয়া কামনা করেন তিনি