সর্বশেষ খবর

তাহেরপুর পৌর যুবলীগ আহ্বায়ক আসাদের জন্মদিনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত







আজ পবিত্র জুম্মা পবিত্র মাহে রমজানের শেষ সপ্তাহে শেষ পবিত্র জুম্মাবাদ  এই বিশেষ দিনে ১৯৮৪ সালে এই দিনে তাহেরপুর পৌরসভা আওয়ামীলীগ পরিবারে জন্মগ্রহণ  আসাদুল ইসলাম আসাদ তিনি বর্তমান সময়ে তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক হিসাবে ন্যায় নীতি ও সততার সাথে দায়িত্ব পালন  করেন তিনি। 


আজ  আসাদুল ইসলাম আসাদ জন্মদিন ঘিরে তাহেরপুর পৌরসভা বাস টামিনালে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল তার সাথে সাথে কেক কাটার আয়োজন হয় জন্মদিন ঘিরে। 

২০১৪ থেকে ২০২০ তাহেরপুর পৌরসভা ভারপ্রাপ্ত সভাপতি ও ২০০৩ হতে ২০১৪  পর্যন্ত তাহেরপুর কলেজ যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘ দিন তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করে এসেছেন বর্তমান তিনি তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক  হিসাবে পদে আছেন। দুর্নীতি নেশা ও মাদক মুক্ত যুবসমাজ গঠনের নিরলশ পরিশ্রমী করেন তিনি সর্বদা।



এই সময় উপস্থিত ছিলেন তাহেরপুর  যুবলীগের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ সাহিদ, ইকবাল,সেলিম রেজা,তমিজ উদ্দিন,আলমাছ আলী,ওমর ফারুক, হাফিজুল ইসলাম,সালাউদ্দিন,আঃ মাজেদ, শাহীন তালুকদার লালচান,ডাবলু খন্দকার,রতন আলী,জিল্লুর রহমান,হাফেজ আলী,সৈয়দ আলী,আকতার আলী,সাইদুর রহমান, শ্রী বিদ্যুৎ সরকার,শ্রী জীতেন হালদার,ফজলুর রহমান শুভ,কিরন সরকার,রফিকুল ইসলাম,রবিউল ইসলাম,রুবেল হক,আনোয়ার আলী,শিশির কুমার,মামুন সরদার,দুলাল,মকুল আলী,রাজু মোল্লা,সাইফুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আরিফুল ইসলাম,মিঠু শেখ, সহ ছাত্রলীগ সভাপতিমোঃ নওশাদ আলী,সাধারন সম্পাদক,শ্রী সন্দিপ রায় টিংকু।


এই সময় আরও উপস্থিত ছিলেন পৌর ওয়াড সভাপতি সেক্রেটারি, তাহেরপুর পৌর স্টাফ, মিডিয়াকর্মী সহ উপস্থিত ছিলেন।