খালিশপুরে অসহায় দুঃস্থ মাঝে রামেক সচিব জাহাঙ্গীর আলমের ঈদ উপহার বিতারণ
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী জেলা বাগমারা থানাধীন বড় বিহানালী খালিশপুরে বাসিন্দা ও রাজশাহী মেডিকেল কলেজের সচিব মোঃ জাহাঙ্গীর আলম তিনি অসহায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতারণ করেন।
গতবছর করোনা পরিস্থিতি ও মহামারী সংক্রমণ থেকে শুরু করে আজ এখন পযন্ত জনাব জাহাঙ্গীর তিনি নিজ তহবিল হতে অসহায় মানুষের মাঝে প্রতিনিয়ত আথিক ভাবে এগিয়ে এসেছেন মানুষের পাশে।
প্রতিবছর তিনি প্রতি ঈদে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী নিজ তহবিল হতে বিতারণ করে থাকেন।
এর ধারাবাহিকতা আজ শুক্রবার মাহে রমজানের শেষ জুম্মার দিন দুপুর ১২ টায় বড় বিহানালী খালিশপুর ইউনিয়নে ২৫০ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে আতব চাল,চিনি,লাচ্চা,সেমাই, তেল,সাবান ঈদ সামগ্রী বিতারণ করেন।