সর্বশেষ খবর

তাহেরপুর হাইস্কুলের ১৯৯৯- সালের এসএসসি ব্যাচদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 





স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ

মাহে রমজানের শেষ দশকে এসে প্রতি বছরের ন্যায় এইবারও রাঁধুনী চাইনিজ রেস্টুরেন্ট রাজশাহী বাগমারা উপজেলা তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের  সকল সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  করোনা পরিস্থিতিতে সামাজিক দুরন্ত ও সরকারের বিধিনিষেধ মেনে তাদের আয়োজন সম্পন্ন করেন।


ইফতারের আগমুহূর্তে  মোনাজাতে অংশ নিয়ে প্রিয় সহপাঠী গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মরহুম আল মামুন প্রামানিক ও সহপাঠী আশরাফুল ইসলামের সহধর্মিনীর মৃত্যুতে তাদের জন্য বিশেষ দোয়া করা হয



এই সময় উপস্থিত ছিলেন, সাব্বির আহমেদ হীরা আহবায়ক ও একজন ফামাসিটিকেল মোঃ জাহিদ আকরাম যুগ্ন আহবায়ক, পৌর আওয়ামীলীগ  মাহাবুর সরকার রাজনীতিবিদ ও বর্তমান ইউপি মেম্বার,মোঃসাইফুল ইসলাম, ব্যাংকার, নাহিদ হাসান এডভোকেট সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন,শামিম আহমেদ সোহাগ ইউনাইটেড কিংডম কর্মরত,শ্রী কৃষ্ণ প্রসাদ সাহা ইউনাইটেড কিংডম কর্মরত,হাবিবুর রহমান হাবিব পুলিশের এসআই রাজশাহী মেট্রো



এই সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, ফুড ওসিএলএসডি,আসিফ আহমেদ রাজিব বিশিষ্ট ইলেকট্রনিক ব্যবসায়ী,শ্রী সুবীর সাহা বিশিষ্ট ব্যবসায়ী,শ্রী সঞ্জয় সাহা বিশিষ্ট চাউল ব্যবসায়ী,মোহাম্মদ রাশেদ প্রভাষক তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ,সালাউদ্দিন সরকার পৌর যুবলীগ নেতা,মাসুদ রানা বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী,, আলিম মোল্লা প্রেস ব্যবসায়ী,মোহাম্মদ ফিরোজ বিশিষ্ট কাপড় ব্যবসায়ী,মাহাবুর রহমান ফার্মেসিউটিক্যাল ব্যবসায়ী,আলতাব হোসেন ফার্মাসিটিক্যাল ব্যবসায়ী,কামাল আহমেদ কম্পিউটার ও ফটোস্ট্যাট ব্যবসায়ীসহ আরও অনেকে।