হাসি-মুখ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ
শনিবার, (০৮ এপ্রিল) বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে ৬০টি অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে সকাল সাড়ে এগারোটায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেচ্ছাসেবী (অরাজনৈতিক) সংগঠন হাসি-মুখ ফাউন্ডেশন।
এ সময় হাঁসি মুখ ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ নাজিম উদ্দিন বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য শুরু থেকে শেষ অবধি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই মহতী কাজে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে হাসি-মুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি তিনি এমন মানবিক কাজে সমাজের বিত্তবান/সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক তারিকুল ইসলাম, তথ্য সম্পাদক রাকিবুর ইসলাম আপেল এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর সিদ্দিক, (বাংলাদেশ সেনা বাহিনী) সহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।